জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা খুব শিগগিরই সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের ওপর জেলা পরিষদের দায়িত্বও অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে।
তিনি বলেন, ‘জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায়ও আলোচনা হয়েছে। তবে এখনো সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।