দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মাহবুবুর রহমানকে যুবদল থেকে বহিষ্কার

Date: 2025-02-19
news-banner
মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।
গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মাহবুবুর রহমানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। দল স্পষ্টভাবে জানিয়েছে, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের মাহবুবের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন, যাদের বেশিরভাগই ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। সংঘর্ষ চলাকালে মুখে গামছা বাঁধা, হাফ হাতা শার্ট পরিহিত এক ব্যক্তিকে রামদা হাতে অবস্থান নিতে দেখা যায়, যাকে স্থানীয়রা যুবদল নেতা মাহবুবুর রহমান হিসেবে শনাক্ত করেন।
image

Leave Your Comments