৩৫ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে প্রতিরোধ গড়েন তারা। জাকের না পেলেও হৃদয় ঠিকই তুলে নেন সেঞ্চুরি। সঙ্গে বাংলাদেশকে এনে দেন লড়াকু সংগ্রহ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান শান্ত। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শুরুর এই ধাক্কা সামলে ষষ্ঠ উইকেটে জুটি গড়েন জাকের ও হৃদয়। এই উইকেটে ২০৬ বলে ১৫৪ রান যোগ করেন তারা। ৮৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন জাকের। আর হৃদয়ের লাগে ৮৫ বল। ৪৩তম ওভারে মোহাম্মেদ শামির বল লেগ সাইডে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ তুলে দেন জাকের। ১১৪ বলে ৪ চারে ৬৮ রান করে ফেরেন তিনি।
তবে লড়তে থাকেন হৃদয়। ১১৪ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রানেই থামে হৃদয়ের ইনিংস। এর মধ্যে রিশাদ হোসেন এসে ১২ বলে ১৮ রান করে বিদায় নেন। আর তাসকিনের ব্যাট থেকে আসে ৩ রান।
ভারতের পক্ষে ১০ ওভারে ৫৩ রান খরচায় ৫ উইকেট নেন শামি। ৩টি উইকেট নেন হারশিত রানা। আর দুটি উইকেট নেন অক্ষর প্যাটেল।