লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ

Date: 2025-02-22
news-banner
দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে আজ শনিবার। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে দু’দল। জশ বাটলারের ইংল্যান্ড ও স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ক্রিকেটের বড় নাম হলেও এবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছে ভাঙাচোরা এক দল নিয়ে। আসর শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কায় টালমাটাল তারা। নেই নিয়মিত অধিনায়কসহ ঘোষিত দলের পাঁচজন।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ ছিটকে যান। ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার মিচেল স্টার্ক। আর হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসর নেন মার্কাস স্টয়নিস।

শেষ মুহূর্তে এসে পাঁচজন নিয়মিত ক্রিকেটার হারিয়ে খেই হারালেও স্টিভেন স্মিথের নেতৃত্বে পাকিস্তানে এসেছে অজিরা। অন্যদিকে এইদিক থেকে ইংল্যান্ড আছে আরামে, পূর্ণ শক্তির দল পেয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে।

লাহোরে মুখোমুখি লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভঙ্গুর অবস্থার বিপরীতে ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড। গতকালই একাদশ ঘোষণা করে ব্যাটিং অর্ডারও চূড়ান্ত করে ফেলেছে দলটি।

পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় একাদশে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথকে। ফিরেছেন পেসার ব্রাইডন কার্সও। জোফরা আর্চার ও মার্ক উডের সাথে থাকবেন তিনি। স্পিনার হিসেবে আছেন আদিল রাশিদ।
এবার যেকোনো মূল্যে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন হতে চায় থ্রি লায়ন্সরা। এখনো ইংল্যান্ডের জেতা হয়নি ক্রিকেটের এই টুর্নামেন্টের শিরোপা। এবার সেই অপূর্ণতা দূর করার মস্ত সুযোগ তাদের সামনে। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে সেই লক্ষ্যে নিশ্চয়ই এগোতে চাইবে তারা।
চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা দু’-দু’বার ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এবার খর্ব শক্তির দল নিয়েও একই পথে হাঁটতে চাইবে তারা। পুনরুদ্ধার করতে চাইবে হারানো সিংহাসন। সেই আত্মবিশ্বাসটা প্রথম ম্যাচ থেকেই নিতে প্রস্তুত অজিরা।
image

Leave Your Comments