মাহমুদউল্লাহকে নিয়ে যখন ক্রিকেটপ্রেমিদের মনে প্রশ্ন। তখন দলীয় সূত্রে অন্তত স্বস্তির খবরই মিলছে মাহমুদউল্লাহকে নিয়ে। জানা গেছে, চোট মুক্ত মাহমুদউল্লাহ। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের একাদশেও থাকছেন তিনি।
মাহমুদউল্লাহর ব্যাপারে জানা গেছে, গতকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। তবে ব্যাটিংয়ের চেয়ে বেশি ছিল তার ফিটনেসের পরীক্ষা। আর সেই পরীক্ষাতেও লেটার মার্ক তুলেছেন মাহমুদউল্লাহ। এমনকি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।
এই অবস্থায় তাই প্রশ্ন উঠে কার জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ। কাকে জায়গা ছাড়তে হচ্ছে মাহমদুউল্লাহকে জায়গা করে দিতে। জানা গেছে, সেই ক্রিকেটার হতে যাচ্ছেন সৌম্য সরকার। ওপেনিং সৌম্য না থাকায় অধিনায়ক শান্তকে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধতে। আর তিন নম্বরে ব্যাট করতে নামবেন মেহেদী হাসান মিরাজ।