সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date: 2025-02-24
news-banner
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্রজিৎ চাকমা। 

তিনি জানান, সোমবার দুপুর ১টার দিকে সাজেক মনটানা রিসোর্টের পেছন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ২০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে। রিসোর্ট পুড়ে যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি বলে জানান তিনি।
image

Leave Your Comments