রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচ মুখোমুখি। বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় দুপুর ২:৩০) ম্যাচটি শুরু হওয়ার কথা।
দুই দলই তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে, ফলে এই ম্যাচটি উভয়ের জন্যই সেমিফাইনালে পৌঁছানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তাদের দলকে সেরা পারফরম্যান্স প্রদানে উজ্জীবিত করছেন।
বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভি, টি স্পোর্টস এবং টফি অ্যাপের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের পর শীর্ষ দুটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে, যা ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল ম্যাচটি ৯ মার্চ নির্ধারিত রয়েছে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার এই মুখোমুখি লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে।
ওয়ানডে ক্রিকেটে দুই দল ১১০ বার মুখোমুখি হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম সাক্ষাৎ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার (৫) চেয়ে অস্ট্রেলিয়া (২) এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ৫১ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ৫৫টি। আর শুধু সাম্প্রতিক সময়ের হিসাব করলে দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লা ঢের ভারী। সর্বশেষ ১২ ওয়ানডের ৯টিতেই জিতেছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ তুলনামূলকভাবে অনভিজ্ঞ হওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে অস্ট্রেলিয়া।