অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়ে দু’দলই পায় একটি করে পয়েন্ট। তাদের পয়েন্ট এখন সমান ৩। তাই ইংলিশ-আফগানদের ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত নক আউটে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। ব্রাইডন কার্সের চোটে কপাল খুলেছে জেমি ওভারটনের। পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে আফগানদের বিপক্ষে একাদশ সাজিয়েছে ইংলিশরা। অপরিবর্তিত আছে আফগানিস্তানের একাদশ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।