আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date: 2025-02-26
news-banner
জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি অস্বীকার করছি না যে অঘটন ঘটছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে।
image

Leave Your Comments