শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। আফগানদের করা ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মিডিয়াম পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং তোপে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট হলো ৩১৫ রানে। ৫ উইকেট নেন ওমরজাই।
ইবরাহিম জাদরানের ১৭৭ রানের জবাব সেঞ্চুরি করেন জো রুটও। ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার আউট হলেন ১২০ রান করে। তবে ইংল্যান্ডের হয়ে বাকি ব্যাটাররা খুব বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতেই পড়েছে উইকেট। যার ফলে ৮ রান দুরে থাকতে থেমে যেতে হলো তাদের।