রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে।
গ্রুপ 'এ' তে বাংলাদেশ ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে।
টানা দুই হারে আগেই শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আজ ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার।
তবে দুই দলকে খালি হাতে ফেরাতে পারে বৃষ্টি। পাকিস্তানের রাজধানীতে গতকাল বৃষ্টি হয়েছে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা আছে আজও।
দর্শকরা আজকের ম্যাচটি সরাসরি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন।