বৃষ্টির কারণে বিলম্বিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

Date: 2025-02-27
news-banner
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি বিলম্বিত হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় টস করা যায়নি। ফলে দুপুর ৩টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপর পাওয়া যাবে বাকি তথ্য।  

এর আগে অবশ্য বৃষ্টির কারনে পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। একই কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তান। আজ সকাল থেকেই দেখা গিয়েছিল মেঘ আর বৃষ্টি। যা এখনও চলমান। যে কারণে ম্যাচ হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।
image

Leave Your Comments