সমালোচনার মুখে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জশ বাটলার।
বাটলার জানিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নেতৃত্ব ছেড়ে দেয়া নিয়ে ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি। এটা আমি এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, কেউ এসে বাজের (ম্যাককলাম) সাথে দলকে সঠিক জায়গায় নিয়ে যাবে।’
কে হবেন ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক? এই নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে গুঞ্জন। বাটলারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন হ্যারি ব্রুক। তারই অধিনায়ক হবার সম্ভাবনা বেশি। তবে আবার জো রুট যুগেও ফিরে যেতে পারে ইংলিশরা।
এদিকে অধিনায়কের পদ ছেড়ে দিলেও বাটলার ইংল্যান্ডের হয়ে খেলে যাবেন বলে জানান। তিনি বলেন, ‘আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। আবেগ ও হতাশা এখনো আছে। আমি নিশ্চিত, সময়ের সাথে তা কেটে যাবে আর আমি খেলাটা উপভোগ করতে পারব।’