দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

Date: 2025-03-02
news-banner
দেশে এখন চূড়ান্ত ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। যাদের মধ্যে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন পুরুষ। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন, আর হিজড়ার সংখ্যা ৯৯৪। রোববার আগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তইসি কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। ওই বছর শেষে যোগ হয় আরো ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এছাড়া রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে যোগ হয় আরো ৪৮ হাজার ৭৬২ জন।


সবমিলিয়ে এক বছরে ভোটার বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।থ্য জানান।
image

Leave Your Comments