দুবাইয়ে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে জিতেছে ভারত। আগে ব্যাটিং করে ২৪৯ রান করে ভারত। সর্বোচ্চ ৭৯ রান করেন আইয়ার। এছাড়া ৪৫ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ম্যাট হেনরি।
জবাবে ২০৫ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ১২০ বলে ৮১ রান করেন কেন উইলিয়ামসন। কিন্তু বরুনের ভেলকির সামনে বাকি দাড়াতেই পারেননি। ৪২ রানে ৫ উইকেট নেন ৩৩ বছর বয়সী এই স্পিনার। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড সেমি-ফাইনালে খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।