রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার (৩ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। পরে ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।