গ্রুপপর্বের লড়াই শেষ। এবারে বাকি আর ৩ ম্যাচ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালের মহারণে মাঠে নামতে যাচ্ছে টুর্নামেন্টের চার ফেবারিট দলই। ভারত-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে সেমিফাইনালের আনুষ্ঠানিকতা।
ভারত-অস্ট্রেলিয়ার মাঠের লড়াই মানেই বিশেষ কিছু। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সবশেষ ওয়ানডেটি ছিল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদে সেবার লাখো ভারতীয় দর্শকদের হতাশায় ডুবিয়ে শিরোপা উঁচিয়ে ধরে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ১৯৮০ থেকে ২০২৩ পর্যন্ত মোট ১৫১ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় দু’দল। অজিদের জয় ৮৪টি এবং ভারতীয়রা জেতে ৫৭ ম্যাচে। ১০ ম্যাচের ফলাফল হয়নি। নিরপেক্ষ দেশের মাটিতে এখন পর্যন্ত ২৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ১২ জয়ের বিপরীতে ভারতের জয় ১০ ম্যাচে। ফল হয়নি ৩ ম্যাচের। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে শুরু থেকেই বিতর্কের মুখে ভারতীয় দল। পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় ভারতের সবগুলো ম্যাচ হচ্ছে দুবাইয়ে। আজ অস্ট্রেলিয়া জিতলে ফাইনাল খেলতে লাহোরে ফিরতে হবে স্মিথদের। আর ভারত জিতলে দুবাইতেই হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল।