ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, চার মাসের বেতন বাবদ কর বাদে প্রায় ৪৮ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান। ২০২৪ -এ তিন সংস্করণের ক্রিকেটেই চুক্তিবদ্ধ ছিলেন দেশসেরা এ অলরাউন্ডার। গত বছরের নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আটকে দেয়া হয়। এ কারণেই বিসিবি এখনও তাকে তার প্রাপ্য বেতন বুঝিয়ে দিতে পারছে না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পান এবং এটি মূলত তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকার কারণে হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সাকিবের ম্যাচ ফি ও পারিশ্রমিক বাবদ পাওনা জমেছে ৪৮ লাখ টাকা।
ঢাকা প্রিমিয়ার লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার কথা থাকলেও একদিনের ব্যবধানে নাম প্রত্যাহার করেন নেন তিনি। তবে সাকিবের প্রাপ্য টাকা আটকে রাখবে না বিসিবি। এ প্রসঙ্গে ক্রিকবাজকে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘তিনি (সাকিব) চুক্তি অনুযায়ী তার টাকা বুঝে পাবেন।