চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের সামনে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই রান তাড়া করে ফাইনালে উঠতে হলে নিজেদের আগের রেকর্ড ভাঙতে হবে রোহিত শর্মার ভারতকে
চ্যাম্পিয়নস ট্রফির নকআউট ম্যাচেও রান তাড়ার আগের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করতে হবে ভারতকে। চ্যাম্পিয়নস ট্রফির নকআউটে ২৬৫ রানই ভারতের সবচেয়ে সফল রানতাড়ার ঘটনা। ২০১৭ সালের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিলেন বিরাট কোহলিরা।
বাঁচা-মরার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় অজিরা। দলে ঢুকেও শূন্য রানে এদিন ফিরতে হয় কুপার কনোলিকে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে আতঙ্ক ছড়ানো ট্রাভিস হেড এদিনও বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিলেন। তবে তাকে ফিফটি করার আগেই থামিয়ে দেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। ৩৩ বলে ৩৯ রান করেন হেড।
তিন নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করেন স্টিভেন স্মিথ। ৯৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৩৬ বলে ২৯ রান করে ভালোই সঙ্গ দেন মারনাস লাবুশেন। তবে শেষদিকে অ্যালেক্স ক্যারি ছাড়া কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি। ৫৭ বলে ৬১ রান করে রান আউট হন এই ব্যাটার। তাতে নির্ধারিত ৫০ ওভারের ৩ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।