বিরোধী দলের ঘোষিত চলমান অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জনসাধারণের জানমাল নিরপত্তা জন্য নিরপত্তামূলক পর্যবেক্ষণ মহড়ার নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম ।
নিরপত্তামূলক পর্যবেক্ষণ মহড়াটি চট্টগ্রাম জেলা বিভিন্ন মহা-সড়ক ও আঞ্চলিক মহা-সড়ক পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণকালে পুলিশ সুপার ডিউটিরত পুলিশ সদস্যদের সতর্কতার সহিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং মহাসড়কের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতসহ কেউ যেন কোন প্রকার নাশকতা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
নিরপত্তামূলক পর্যবেক্ষণ মহড়ায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান ও চট্টগ্রাম জেলার সকল সার্কেল অফিসারসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স।