ভারতের কাছে প্রথম সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘটেছে অস্ট্রেলিয়ার। এবার এলো স্টিভেন স্মিথের অবসরের খবর। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে দলটিকে নেতৃত্ব দেওয়া স্মিথ ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন। আজ বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) পাঠানো একটি বিবৃতিতে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার হয়ে ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। যেখানে ১২ সেঞ্চুরিতে তার রান ৫ হাজার ৮০০। দুবাইয়ে মঙ্গলবার ভারতের বিপক্ষে ৯৬ বলে ৭৩ রানের ইনিংসটি তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ছিল। ১২টি শতকের পাশাপাশি স্মিথ ৩৫টি অর্ধশতকও করেছেন।
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেও এখনও টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি স্মিথ। ফলে ধরে নেয়া যায়, এখনও টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে বিশ্বকাপ, একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসহ অনেক ট্রফি জিতেছেন। এছাড়াও, ২০১৫ সালে জিতেছেন আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও।
অজিদের বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেয়া স্টিভেন স্মিথ।