পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩

Date: 2025-03-05
news-banner
পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। নাম প্রকাশ না করে এক সেনা কর্মকর্তা বলেছেন, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে আজ মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহতরা সামরিক বাহিনীর সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।
এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
image

Leave Your Comments