নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : এ্যানি

Date: 2025-03-05
news-banner
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, 'আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ও ৫ আগস্টে থানার লুট হওয়া সকল অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গিরা এসব অস্ত্র দিয়ে এখন দেশব্যাপী অপকর্ম করছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, চুরি-ডাকাতি হচ্ছে আর সমাজে অস্থিরতা বাড়ছে। এসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে, এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।' 

বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'একদিকে নির্বাচন অন্যদিকে সংস্কার আর অস্ত্র উদ্ধার করতে হবে। সেটা না হলে সন্ত্রাসীরা নির্বাচনে অস্ত্রের ব্যবহার করবে, এটা আর বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবেনা। 
image

Leave Your Comments