বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল

Date: 2025-03-05
news-banner
ভেন্যু ও অন্যান্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের দু’জন প্রতিনিধি এসেছেন ঢাকায়। গতকাল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। তাদের সঙ্গে ছিলেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। এই সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো চূড়ান্ত হয়নি। সিরিজ নিয়ে নাফীস জানান, মোট পাঁচটি ম্যাচ থাকবে কিউইদের এই সফরে। সাধারণত ‘এ’ দলের সফরগুলো যেমন হয়, দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের পরিকল্পনাই হয়েছে। নিয়মমাফিক পরিদর্শনের অংশ হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের প্রতিনিধি ও নিরাপত্তা প্রতিনিধি বাংলাদেশে এসেছে।’ সবশেষ গত অক্টোবরে ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল।
image

Leave Your Comments