দক্ষিণ কোরিয়া যুদ্ধবিমান থেকে ভুলে নিজ দেশেই বোমা নিক্ষেপ, আহত ৭

Date: 2025-03-06
news-banner

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৪ মিনিটে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে অবস্থিত পোচন শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুধু একটি বোমা বিস্ফোরিত হয়েছে। বাকি সাতটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞ দল কাজ করছে।  

সাধারণত সামরিক মহড়ার সময় গুলি বা বোমা কখনো কখনো বেসামরিক এলাকায় পৌঁছায়, তবে এমন দুর্ঘটনায় মানুষ আহত হওয়ার ঘটনা বিরল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুইজনের ঘাড় ও কাঁধে হাড় ভাঙার মতো গুরুতর আঘাত লেগেছে।  

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের কেএফ-১৬ যুদ্ধবিমান ভুলবশত আটটি এমকে-৮২ বোমা ফেলে দিয়েছে, যা মহড়ার নির্ধারিত সীমার বাইরে গিয়ে পড়েছে।’

বিমান বাহিনী আরও জানায়, তারা ঘটনার তদন্ত করছে এবং ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।  

image

Leave Your Comments