যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি। বাংলাদেশি নাগরিকদের যেন অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয়, সে বিষয়ে দেশটিকে অনুরোধ করা হয়েছে।
সরকার সম্মানের সঙ্গে অবৈধ প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুতি নিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশি রয়েছেন, তা এখনো জানায়নি দেশটি।
নির্বাচন জয়ী হলে বিশ্বের সব দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবেন, নির্বাচনের আগেই এমন ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাচ্ছে দেশটি।