খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী লারমা স্কয়ারে (বাস স্টেশন বাজার) আবারো আগুন লেগেছে। মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসি, টেলিকমের দোকানসহ আনুমানিক ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ইলেকট্রিক শট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাতে দোকান বন্ধ করে সবাই যখন বাড়িতে চলে যায় তখন আগুন লেগে সব পুড়ে গেছে। এর আগেও দু’বার পুড়েছে এ বাজার।