দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট পুরোপুরি স্পিন নির্ভর। সে ক্ষেত্রে আজ দুই দলের স্পিনারদের শক্তি পরীক্ষা হবে বেশ। যারাই ভালো করবে, সৌভাগ্যের মালা উঠবে তাদের গলায়।
নিঃসন্দেহে স্পিন শক্তিতে এগিয়ে ভারত। চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা ভারতীয়দের। বরুন চক্রবর্তি, কুলদিপ যাদবের সঙ্গে রয়েছেন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। এছাড়া অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। এ চার স্পিনারের যুগলবন্দীতে কিউই ব্যাটারদের নাভিশ্বাস উঠবে, তাতে সন্দেহ নেই।
সঙ্গে ইনফর্ম পেসার মোহাম্মদ শামি রয়েছেন। থাকবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মোট কথা ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বোলিং বৈচিত্র্যের অভাব নেই। স্পিনার যদি একজন কম খেলান তারা, তাহলে পরিবর্তে পেসার হর্ষিত রানাকে দেখা যেতে পারে ভারতীয় একাদশে।
তিন স্পিনার আছে নিউজিল্যান্ডের হাতেও। মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার এবং রাচিন রাবিন্দ্রা। এই তিন স্পিনারের সঙ্গে পেসার ম্যাট হেনরি থাকলে ভারতীয়দের চাপে রাখা যেতো বেশ ভালোভাবে; কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। চোটের কারণে ম্যাট হেনরির না খেলার সম্ভাবনাই বেশি।