মোদি যা বলে তাই করেন জয় শাহ: আফ্রিদি

Date: 2025-04-26
news-banner
পাকিস্তানের সাবেক অধিনায়ক দাবি করছেন, ভারতের মোদি সরকারের নির্দেশনা মেনে চলেন জয় শাহ। একই সঙ্গে ভারতীয় মিডিয়ার উপস্থাপনাকে হাস্যকর বলেছেন বুমবুম খ্যাত এই ক্রিকেটার।

পাকিস্তানের গণমাধ্যমে আইসিসি সভাপতিকে নিয়ে আফ্রিদি বলেছেন, ‘মোদি সরকার যা বলেন বাছবিচার না করে সেটাই করেন জয় শাহ। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করা যেন জয় শাহর দায়িত্ব।’

ভারতশাসিত পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করেছেন যে ভারত কোনো কিছু না ভেবেই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে। ভারতের মিডিয়াও একই কাজ করছে। আফ্রিদি বলেছেন, ‘তারা (ভারতের গণমাধ্যম) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়।’

আফ্রিদি দাবি করছেন, তারা যখন ভারতে ১৯৯৯ সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত।


image

Leave Your Comments