ভ্যাটিকানে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে ‍সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Date: 2025-04-27
news-banner
বিশ্বখ্যাত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং সামাজিক ব্যবসার পথিকৃত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সদ্যপ্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ভ্যাটিকান সফর করেছেন।
সফরকালে তিনি শুধু অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন না, বরং বৈশ্বিক শান্তি, মানবিক উন্নয়ন এবং সামাজিক ব্যবসার প্রসারে বিশ্বনেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।

ভ্যাটিকানের ঐতিহাসিক সেন্ট পিটার্স বাসিলিকায় আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ধর্মীয় নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনুস এ সময় পোপের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সফরে ড. মুহাম্মদ ইউনূস আরও কিছু বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বনেতাদের মধ্যে জাতিসংঘের মহাসচিব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
image

Leave Your Comments