জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জোর দিয়ে বলেছেন যে গাজাকে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকতে হবে। আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন গাজা উপত্যকায় মানবিক সংকট "কল্পনার বাইরে" পরিণত হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে বক্তৃতা দিতে গিয়ে গুতেরেস বলেন যে ১৮ মার্চ থেকে গাজায় প্রায় ২০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যখন ইসরায়েল ছিটমহলে বিমান হামলা পুনরায় শুরু করে। গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ এবং বাণিজ্যিক সরবরাহের ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের নিন্দা জানিয়ে গুতেরেস বলেন যে ইসরায়েল দুই মিলিয়নেরও বেশি মানুষকে জীবন রক্ষাকারী ত্রাণ থেকে বঞ্চিত করছে। ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে এবং ত্রাণ প্রকল্পে সম্মত হতে হবে এবং তাদের সুবিধা প্রদান করতে হবে। গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ - এবং থাকতে হবে।
লেবাননের পরিস্থিতির দিকে ফিরে গুতেরেস বলেন, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি এবং দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।