১৪৩ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মিরাজ। তার সেঞ্চুরিতে ৪৪৪ রান তুলে প্রথম ইনিংসে থেমেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ২১৭। এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২২৭ রানে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম অনিক।
মিরাজ নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটা করেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আজ দ্বিতীয়টির দেখা পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে ৭ নম্বরে ব্যাট করতে এসে। অবশ্য আজকের সেঞ্চুরিটার মাহাত্ম্য একটু ভিন্ন। উইকেটে এসেছিলেন ২৬৭ রানে দলের পাঁচ নম্বর উইকেটটা পড়ার পর। লিড ততক্ষণে মাত্র ৪০ রান। অপর প্রান্তে মুশফিকুর রহিম টিকতে পারেননি। মিরাজ পুরোটা সময় লড়াই করে গেলেন।