কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন এই জুনিয়র টাইগার ওপেনার। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার আবরার। তার আগে ওপেনিংয়ে নেমে দু’টি করে সেঞ্চুরি আছে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসানের।
ছয় ম্যাচের সিরিজে প্রথম তিনটির মধ্যে দু’টিতেই জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচেও জয় তুলে নিতে পারলে সিরিজ জয়ের থেকে স্রেফ এক কদম দূরে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। সেক্ষেত্রে পরের দুই ম্যাচের একটিতে জিততে পারলেই সিরিজ জিতবে জুনিয়র টাইগাররা।