প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। আগামী ২০২৫ সালের শেষের দিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, “আগামী বছর পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। তবে আগ্রহী শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।”
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। পিইসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো, কিন্তু ২০২০ সালে মহামারীর কারণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমাতে পিইসি পরীক্ষা বাতিল করা হয়।
আগামী বছর থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের স্কুলের বার্ষিক মূল্যায়নে ভালো ফলাফল অর্জন করতে হবে। শিক্ষার্থীরা আগ্রহী হলে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, তবে এটি বাধ্যতামূলক নয়।