বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি। বেশ কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে এমন গুঞ্জন ছিল যে রোহিত শর্মা টেস্টে অধিনায়কত্ব হারাচ্ছেন। আর ঠিক এমন সময়েই রোহিতের পক্ষ থেকে অবসরের ঘোষণা আসল। ঘোষণা অনুযায়ী, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মেলবোর্ন টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল।
১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬৭ ম্যাচ খেলেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে রান করেছেন ৪০৩১। ১২টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৮টি ফিফটিও।