খাগড়াছড়ি ৩২ বিজিবি’র অধীনস্থ পানছড়ি উপজেলার রূপসেনপাড়া বিওপি’র টহল কমান্ডারের নেতৃত্বে রূপসেনপাড়া নামক স্থানে ৩টি পরিবারের ২৪ জন এবং বিটিলা বিওপি’র এলাকা দিয়ে ৬ জনসহ সর্বমোট ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করেন। যাদের রূপসেনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে।
গুজরাটের বাসিন্দারা জানান, তাদেরকে প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ। এর আরও আগে গুজরাট হতে ২টি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে প্রথমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। এরপর পরিকল্পনা মাফিক পর্যায়ক্রমে এদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করানো হচ্ছে বলে জানান ভারতীয় নাগরিকরা।
৬৬ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ খবর পেয়ে তাদের আটক করেছে বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিকরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পুনরায় পুশব্যাকের বিষয়ে কাজ চলছে। যত দ্রুত সম্ভব তাদের পুশব্যাক করা হবে।