মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই

Date: 2025-05-12
news-banner
ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তে এখন মে মাসেই আইপিএল শুরুর ব্যাপারে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)  

দেশ দুটির উত্তেজনাকে কেন্দ্র করে গত শুক্রবার স্থগিত করা হয় ভারতের এই ক্রিকেট লিগ। এখন অবশ্য নতুন করে সেটি শুরুর বিষয়ে আলোচনা চলছে। 

দশটি ফ্র্যাঞ্চাইজি এখন তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে টুর্নামেন্ট পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া তথ্য অনুসারে টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ হতে পারে ১৫ মে। অবশ্য সেটা নির্ভর করছে ভারতের সরকারের সবুজ সংকেতের ওপর। 


চলতি আসরে বৃহস্পতিবার ধর্মশালায় একটি ম্যাচ স্থগিত হওয়ার পরই আইপিএল বন্ধের সিদ্ধান্ত হয়। ৮ মের সেই খেলায় মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটায় ১০.১ ওভার পর্যন্ত খেলা হয়েছিল। সেখান থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়ার পর কর্তৃপক্ষ টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। 
image

Leave Your Comments