দিনাজপুরের বিরলে ধর্মপুর ফরেস্ট বীট এলাকায় দেশে এই প্রথম দেখা মিলেছে বিপন্ন প্রায় বিরল প্রজাতির উদ্ভিদ বন খেজুর গাছের। বাংলাদেশে এই প্রথম কোনো বন খেজুর গাছের সন্ধান পাওয়া গেল বলে জানিয়েছেন বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞগণ।
সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ফরেস্ট বিটের আওতাধীন কৈকুড়ী পাটাবন এলাকায় দেখা মিলেছে বিরল প্রজাতির এই বন খেজুর গাছের।
বিশেষজ্ঞগণ জানান, বিরল প্রজাতির এই উদ্ভিদ খুদি বন খেজুর গাছটির বিজ্ঞানসম্মত নাম হল ফনিক্স অ্যাকুলিশ। সারা বাংলাদেশে এই গাছটির আর কথাও দেখা যায়নি। এবারেই প্রথম এই বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বীট এলাকায় সন্ধান পাওয়া গেল। পরিবেশের জন্য এই বন খেজুর গাছটির গুরুত্ব অপরিসীম। তাই এটিকে সংরক্ষণ করা একান্ত জরুরি।