আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ

Date: 2025-05-15
news-banner
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এপ্রিল ২০২৫ মাসের জন্য আইসিসি পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন। এটি তাঁর প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই সম্মান অর্জন করলেন । এপ্রিল মাসে মিরাজের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন, যেখানে ১৪ ম্যাচে ৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে দলের নেতৃত্ব দিয়েছেন ।
মিরাজ ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৮০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
মিরাজের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়, এবং তাঁর ভবিষ্যৎ পারফরম্যান্সের দিকে সবার নজর থাকবে।
image

Leave Your Comments