ইউএসটিসিতে ব্যবসা ও প্রযুক্তি উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Date: 2023-11-04
news-banner
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই ব্যবসা এবং প্রযুক্তি উন্নয়ন' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার (২০২৩)।

শনিবার ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইউএস টি সি) ব্যবসা শিক্ষা অনুষনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. প্রফেসর ড. সোলাইমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন।

সেমিনার উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম।

সেমিনারে আন্তর্জাতিক বক্তা সিসেবে অনলাইনে যোগ দেন উচ্চশিক্ষায় অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত রাশিয়ার প্রখ্যাত অধ্যপক ড. আয়সমস্তাস ব্ৰণিউস।

এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড সদস্য ড. শেখ মোর্শেদ নূর, উপ উপাচার্য প্রফেসর মো নুরুল আবসার, প্রফেসর আকতার উদ্দিন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দিলীপ বড়ুয়া, এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো জাহাঙ্গীর আলম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

সেমিনারে রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেনেগাল, তুরষ্কসহ ১১টি দেশের অর্ধশতাধিক গবেষক, শিক্ষাবিদ এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তাদের গবেষণা প্ৰবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে ইউএসটিসি ব্যবসায় অনুষদ প্রশাসনের ১০ জন শিক্ষক, বিবিএ থেকে ৩জন শিক্ষার্থী এবং এমবিএ থেকে ১০ জন শিক্ষার্থী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
image

Leave Your Comments