আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ আজ

Date: 2025-05-17
news-banner
আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ আজ, মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক লিটন কুমার দাসের পথচলা শুরু হচ্ছে আজ।
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচ। এই দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৯টায়।

দুই ম্যাচের এই সংক্ষিপ্ত সিরিজে বাংলাদেশ দল নিজেদের শক্তিমত্তা প্রমাণ করতে চায়, বিশেষ করে আসন্ন বড় টুর্নামেন্টগুলোকে সামনে রেখে দলীয় কম্বিনেশন পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্য রয়েছে। কোচ ও অধিনায়ক দুজনেই জানিয়েছেন, এই সিরিজ তরুণদের জন্য একটি ভালো সুযোগ হয়ে উঠবে।


অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতও হালকাভাবে ম্যাচটিকে নিচ্ছে না। তারা ঘরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে চায়।

বাংলাদেশ দল ইতোমধ্যেই দুবাইয়ে অনুশীলন সম্পন্ন করেছে এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানা গেছে। ভক্ত-সমর্থকদের মধ্যে ম্যাচ ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
image

Leave Your Comments