ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

Date: 2025-05-18
news-banner
ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে ইয়েমেন থেকে হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকালে এ হামলা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।

হামলার সময়ের কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে। জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে চারজন আহত হয়েছে এবং আরো দুজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, ‘যে আমাদের আঘাত করবে, আমরা তাকে সাত গুণ জবাব দেব।
অন্যদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের বিমানবন্দরটি আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয়।’

বিমানবন্দরটি কিছু সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখার পর এখন আবার চালু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হতে দেখা যায়। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার ঘটনার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়।
image

Leave Your Comments