শারজায় বাংলাদেশকে হারিয়ে আমিরাতের ঐতিহাসিক জয়

Date: 2025-05-20
news-banner
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে রাতকে আরও আলোকিত করতে যা করার, সবটাই করেছে আমিরাতের ক্রিকেটাররা। প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হারিয়েছে। 

আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে আরব আমিরাত।

ব্যাট হাতে মরুর বুকে ঝড় তুলে রান পাহাড়ে চড়ে বাংলাদেশ। ম্যাচটা তখনই শেষ হয়ে যাওয়ার কথা। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আরব আমিরাত জিতেছিল ১৭৩ রান তাড়া করে। ওপেনিং জুটিতে মোহাম্মদ জোহাইব ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম মিলে ১০.১ ওভারে তোলেন ১০৭ রান। ৩৪ বলে ৩৮ করে তানভীর ইসলামের বলে জোহাইব বিদায় নিলেও একপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন ওয়াসিম।

৪২ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়াসিম। তাকে বিদায় করেন শরিফুল ইসলাম। ততক্ষণে জয়ের ভিত গড়া হয়ে যায় আরব আমিরাতের। 
তানজিম সাকিবের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ধ্রুব পারাশার। পরের বলে তাকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন সাকিব। কিন্তু, একটি নো বলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়। ইতিহাস গড়ে আরব আমিরাত।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

এর আগে, একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচে ভালো করতে না পারা ওপেনার তানজিদ হাসান তামিম আজ তুলে নেন ঝড়ো ফিফটি। সগির খানের বলে মতিউল্লাহ খানের ক্যাচে পরিণত হওয়ার আগে তামিম খেলেন ৩৩ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস। ইনিংটি তিনি সাজান ৮টি চার ও ৩টি ছক্কায়।

ওপেনিংয়ে নামা অধিনায়ক লিটন দাস ৩২ বলে ৪০ রান করে মুহাম্মদ জাওয়াদের শিকার হন। তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিংয়ে দুরন্ত সূচনা পায় বাংলাদেশ। ৯.১ বলে আসে ৯০ রান। সেই গতি অবশ্য ধরে রাখতে পারেননি সফরকারী ব্যাটাররা। উইকেট ধরে রাখলেও স্ট্রোক খেলতে ব্যর্থ তারা। দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত ১৯ বলে ২৭ রান করে জাওয়াদের বলে বিদায় নেন।

লিটন-শান্তরা না পারলেও তাওহিদ হৃদয় মেলে ধরেন নিজেকে। শেষ ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সঙ্গে ৬ বলে জাকের আলী অনিকের ১৮ রানে ভর দিয়ে বাংলাদেশ পার করে ২০০ রানের ঘর।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ২০৫/৫ (তামিম ৫৯, লিটন ৪০, শান্ত ২৭, হৃদয় ৪৫, জাকের ১৮, রিশাদ ২*, শামীম ৬*; মতিউল্লাহ ২-০-৩০-০, হায়দার ৪-০-৩১-০, ধ্রুব ৪-০-৪০-০, জাওয়াদ ৪-০-৪৫-৩, সগির ৪-০-৩৬-২, ওয়াসিম ২-০-২২-০)

আরব আমিরাত : ১৯.৫ ওভারে ২০৬/৮ (জোহাইব ৩৮, ওয়াসিম ৮২, রাহুল ২, আসিফ ১৯, আলিশান ১৩, সগির ৮, শর্মা ৭, ধ্রুব ১১, হায়দার ১৫* মতি ১*; শরিফুল ৪-০-৩৪-২, ৪-০-৩৭-১, ৩.৫-০-৫৫-১, নাহিদ ৪-০-৫০-২, রিশাদ ৪-০-২৮-২)

ফল : আরব আমিরাত ২ উইকেটে জয়ী।
image

Leave Your Comments