তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান

Date: 2025-05-20
news-banner
চলতি মাসে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সে সিরিজের ম্যাচ সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার প্রেক্ষিতে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান।

পাকিস্তান, ভারতের সামরিক সংঘাতের কারণে প্রায় অনিশ্চিত ছিল বাংলাদেশ, পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তবে এবার সে শঙ্কা কেটেছে। পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) একটি সূত্র জানিয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে তিন ম্যাচ। দুবাইয়ে গতকাল রাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি ফারুক আহমেদ। বৈঠকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
image

Leave Your Comments