ভূরাজনীতিটাই আসল

Date: 2023-02-16
news-banner

তিনি বলেন, সর্বশেষ মার্কিন প্রশাসনের তৃতীয় শীর্ষ ব্যক্তি ডেরেক শোলে ঢাকা সফর করেছেন। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। এই রোহিঙ্গার দিকটিও কিন্তু ভূরাজনীতির বিষয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দূতের ঢাকা সফর সম্পর্কে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, যদিও তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো বাড়াতে তিনি বাংলাদেশে এসেছেন। কিন্তু এটা বুঝতে হবে, ইন্দো-প্যাসিফিক জোটে দক্ষিণ কোরিয়া বড় অবস্থানে রয়েছে। এই জোটে বাংলাদেশকে আরো কাছে টানার লক্ষ্যই এই সফর। তবে বাংলাদেশের তরফ থেকে চ্যালেঞ্জ হচ্ছে- চীনকে খুশি রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নকেও খুশি রাখা। বাংলাদেশ কীভাবে এসব দিক সামলায় সেটাও দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সবকিছুর মধ্যে ভারসাম্য রাখবে বলে মনে করেন এই কূটনৈতিক বিশ্লেষক।

image

Leave Your Comments