ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ কুড়িগ্রাম জেলার ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করে। আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ৬টি পরিবারের ২৪ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।