শুভমন গিলকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক

Date: 2025-05-24
news-banner
শুভমন গিলকে ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। জুনে শুরু হতে যাওয়া ইংল্যান্ডে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করার সময় ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এই ঘোষণা দেন। ঋষভ পন্থকে গিলের ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছে।

আগারকর স্পষ্ট করে বলেছেন যে, আগে টেস্টে ভারতের নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরাহকে অধিনায়কত্বের জন্য বিবেচনা করা হয়নি কারণ কাজের চাপের কারণে ইংল্যান্ডে পাঁচটি ম্যাচ খেলার সম্ভাবনা কম।

ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮ সদস্যের দলে সাই সুদর্শন এবং অর্শদীপ সিং-এর মতো প্রথম টেস্ট ডাক পেয়েছেন, পাশাপাশি করুণ নায়ার এবং শার্দুল ঠাকুরকে দলে ডাকা হয়েছে। এদিকে, মোহাম্মদ শামি, সরফরাজ খান, হর্ষিত রানা এবং দেবদত্ত পাদিক্কাল জায়গা পাননি।
রোহিত শর্মার অবসরের পর গিলের টেস্ট অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিতের পাশাপাশি, ভারতের শেষ টেস্ট সিরিজ শুরু হওয়ার পর থেকে বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনও টেস্টকে বিদায় জানিয়েছেন।

স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জরুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব

image

Leave Your Comments