চট্টগ্রামের ৯টি উপজেলায় রোববার (২৫ মে) পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এসব পথসভাতেই উপস্থিত থাকছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
পথসভাগুলোতে জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী।