ঈদ আনন্দে চট্টগ্রামস্থ এসএসসি '৮৭ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত

Date: 2025-06-22
news-banner
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে চট্টগ্রামস্থ এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধুরা আয়োজন করেছিল এক হৃদয়স্পর্শী বন্ধু পুনর্মিলনী। এই প্রাণবন্ত আয়োজনটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় স্থান গ্যালারিয়া, ফয়েজলেক-এ।

অনুষ্ঠানে এসএসসি '৮৭ ব্যাচের শতাধিক বন্ধু দীর্ঘদিন পর একত্রিত হয়ে কাটান সময়ের স্মৃতিময় এক বিকেল। প্রাণখোলা আড্ডা, হৃদয়ের অন্তঃস্থলে থাকা পুরনো দিনের স্মৃতি রোমন্থন, হালকা হাসি-ঠাট্টা আর সৌহার্দ্যময় পরিবেশে মুখর ছিল পুরো আয়োজন। গত ২0ই, জুন রোজ শুক্রবার ঢাকা,কুমিল্লা,ফেনী,চট্টগ্রাম,নোয়াখালী,খুলনা,নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে যোগদেন উক্ত অনুষ্ঠানে।

পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং প্রীতি ভোজ। বহু বছর পর পুরনো বন্ধুদের আবার একসঙ্গে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন শুধু আনন্দের নয়, বরং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার এক অসাধারণ সুযোগ।

আয়োজক বন্ধুরা জানান, ঈদ উপলক্ষে এমন পুনর্মিলনী আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। তারা বলেন, “বন্ধুত্ব হলো এমন এক সম্পদ, যা সময়ের সাথে আরও সমৃদ্ধ হয়।”

এই আয়োজন প্রমাণ করে দিল, সত্যিকারের বন্ধুত্ব কখনো পুরোনো হয় না – বরং সময়ের সাথে তা আরও মধুর হয়ে ওঠে।
image

Leave Your Comments