নিবন্ধনের আবেদন এনসিপির, প্রতীক চায় শাপলা-কলম অথবা মোবাইল

Date: 2025-06-22
news-banner
নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এবার নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন দলটি প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আবেদন জমা দেয়। তবে তারা কোন প্রতীক পাবেন সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে পরবর্তী সময়ে জানানো হবে।
আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের দাবি শাপলা প্রতীক। তবে আমরা কলম ও মোবাইলও প্রতীক হিসেবে আবেদনে উল্লেখ করেছি।

এসময় সদস্য সচিব আখতার হোসেনসহ মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
image

Leave Your Comments